গভীর বিষণ্ণতায় আঁকড়ে ধরা অন্ধকার
বায়ুমন্ডলের বাইরে শীতল আদিমতায়
কিছু ছায়া, ছায়াহীন সকালের আবেগে
অগ্নিসেবন কাতরতায় আগুন জ্বালি...


অদ্ভুত নাচানাচি আগুনের শিখায়
ক্ষীপ্রতা ছড়ানো মানবতার বলয়ে
শিশুদের স্বপ্ন দূর্বার আন্দোলন
নতুনের সন্ধানে পুরাতন পুড়িয়ে
সৃষ্টিসুখের চিৎকারে অগ্নি জ্বলে...


কিছু শব, বাকি সব অথর্ব
নিষ্প্রাণ স্বাধীনতার মেকি আয়োজন
তবুও পুড়ুক কিছু বিনা প্রয়োজনে
বুকের গভীরে পোড়ে
মগজের জ্বালা পোড়ে
তবুও পুড়ি সভ্যতার খোলসে
শিখা তুই বেঁচে থাক।