আগুনে পাই উষ্ণতা, ভীতি করে দুর
গভীর অন্ধকারে গন্তব্যে পৌছাতে
আমাদের পথ দেখায়। আলোকময় তাপবিলাসী
বাঁচতে সহায়ক, প্রেরণাময়
প্রজ্জ্বলিত করে সবকিছু, সৃষ্টিতে, ধ্বংসে
কিন্তু আমার বুকে যে আগুনের উষ্ণতা
প্রশান্তিহীন, অসহ্য যন্ত্রণার...
নরকের লেলিহান হয়ে।


আগুন এক শক্তির নাম, প্রাণের নাম
আলোর উৎসে জীবনের নাম
এটি উৎসবের, এটি প্রেরণার
কখনো এটি দৈত্যরূপে নগর থেকে সভ্যতায়
কখনো ধ্বংসের নাম, কখনো মৃত্যুর নাম।
সব পুড়ে ছারখার করে
পাপী থেকে সাধু, কুড়েঘর থেকে প্রাসাদ
গল্প থেকে উপন্যাসে, কবিতা গানে
ইতিহাসের পাতায় পাতায়, ছড়িয়ে থাকে তার সাক্ষী
কিন্তু আমার বুকের ভিতরে আগুনের লেলিহান শিখায়
কেউ দেখতে পায় না, ফিরেও তাকায় না উষ্ণতায়
বাইরের রূপে নিশ্ছিদ্র, ভিতরে পুড়ে ছাই।


এই সভ্যতা, এই সমাজ
বাইরে রূপময় উল্লসিত অগ্নিস্নানে
ভিতরে তার সবকিছু ছাই!
সবকিছু ছাই, ছারখার মস্তিষ্কের প্রতিটি কোষ।
পুড়ে গেছে মানবিকতার লেজ
এই জাতি, অগ্নিদগ্ধ হয়ে অপেক্ষায় আছে মৃত্যুর পথে
আরেকবার জ্বলে ওঠার, শান্তির, অশান্তির
প্রশান্তিময় দ্রোহ কিংবা আবার অন্ধকার
আগুনের সারমর্মে সমাজের ছাই
তারপরও চাই আগুন, কারণ আমরা
ছাইয়ের ভিতরে খুজি অমূল্য রতন!!