অদল বদল এই পৃথিবীর
বদল করো রূপের বাহার
সচল অচল জীবন ঘড়ির
সচল করো গুণের পাহাড়


সরব নিরব এই সময়ের
নিরব করো মুখের ভাষা
সরল গরল সব চরিত্রের
সরল রাখো মনের আশা


সুজন কুজন সুখ রটনার
সুজন করো তোমার মন
যখন তখন মন ঘটনার
তখন কেবল ফুরায় ধন।


আসল নকল দ্বীন দুনিয়ায়
আসল হলো সুখের খনি
জীবন মরণ আশার খেলায়
জীবন মানেই মনের ধনী।