হিমের দাপট চুপছে গেছে মাঠ গরমের মাহফিলে
নকলবাজীর পদক নিতে লজ্জা-শরম খায় গিলে
তুই যে দালাল, হায় বাটপার
পালকী খতীব তুই গাদ্দার
গলাবাজের তীরের ঘাতে মুখের চামড়া যায় ছিলে।


কখন কে যে হচ্ছে ঘায়েল কোন সূত্রের ধারাপাতে
হচ্ছে দেদার বেদ্বীন কাফের নিজের দেয়া ফতুয়াতে
যাচ্ছে নিভে জয়ের আশা
বাড়ছে শুধু গালির ভাষা
শিষ্টাচারের নীতি ভুলে পরচর্চা আজ দিনে রাতে।


হাস্য-রসে ভক্ত-শ্রোতা মাঠ দখলের মাহফিলে
মোটা অঙ্কের হাদিয়াতে তাল হয়ে যায় তিলে
যাদের মাথায় থাকবে তাজ
মাখছে গোবর তারাই আজ
গন্ধ নিয়ে দ্বন্দ্বে মাতে তাজ নিয়ে যায় চিলে।


বৃষ্টির পর জমবে খেলা দিচ্ছে খবর মাঠে
গলাবাজীর চমক নিয়ে আগুন ধরায় কাঠে
ধরা খেয়ে নিজের ফাঁদে
আপন মনে শুধুই কাঁদে
ভুলে গিয়ে মুখের সীমা নাই মনোযোগ পাঠে।