ছন্দ নিয়ে সুগন্ধ মন
সুবাস ভরা ফুল
যতো থাকি সঠিক পথে
সবাই ধরে ভুল।

নীল গগনে শুভ্র মেঘ
মনে গভীর ঝড়ো বেগ
কাছে টানার সূত্র প্রাণে
হারাই হৃদ্য-কূল!!