কামিনী আর মল্লিকা শিউলি দেখে হাসে
গন্ধরাজের গন্ধ নিয়ে অগ্রহায়ণ ঐ আসে
আশ্বিন গেল জলে ভিজে মাথায় নিয়ে বাজ
কার্তিক তখন চুপটি করে আনে কারুকাজ
আমন-আউশ ধানের মেলায় নবান্নের ডাক
ফুল ফসলের জনপদে ছন্দ মুখর হাঁক
মৃদু-মন্দ বাতাস দোলে রাতের অলস গায়
পাতা ঝরার বার্তা নিয়ে হিমের পরশ পায়
হেম বাবু যে অন্ত হলো দুটি মাসের নামে
নীল দিগন্তে হলদে আভা সবুজ লতা খামে
দিনের আলোয় তপ্ত দেহ রাতের পরশ হীম
এই গরম আর এই ঠান্ডা ঋতু মাখে ক্রীম
লাঠিখেলা, নাগরদোলা হারিয়ে গেছে দিন
তবুও শুনি অগ্র মাঝে হায়ণ বাজার বীণ
বছর ঘুরে মাস-চক্রে বারে বারেই আসে  
ধানের শীষে মধুর ঘ্রাণে ফুলগুলো সব হাসে