ব্যথা নিরাময়ে ইনজেকশন ফুটিয়েছি গায়
এখন সুঁইয়ের ব্যথা কমাতে
ব্যথানাশক ঔষধ খাই।

কাঁটা দিয়ে কাঁটা তোলার
সেইদিন আর নাই।