সময়ের খেলাঁচলে ডুবছে রবি
তারপরও কবি
ভাবছে জীবন নিয়ে, শুধু এঁকে যাওয়া পরের ছবি।


কিছু না হোক পাওনা বেশ
তৃপ্ততার রেশ
পরের মুখে সুখের কথায়, কাব্যতা বিশেষ।


নিজেকে নিয়ে ব্যস্ত যে জন
হয় না আপন
কারোর জীবন, বুঝে না সে পরের বেদন।


রিক্ত হয়ে শক্ত মনে
দিন যাপনে
বাঁধবো সুখের ঘর, পর-আপনে।