একটা জিদের দাম এক টাকা
জিদের দামে বিক্রি পণ, নষ্ট সমাজ- সংসার
জিদের দাম হাজার টাকা, লক্ষ টাকা
একটা জিদের জন্য ভাঙ্গে ঘর, এক জীবনের বায়না
মিটিয়ে ফেলে আবেগ, চাওয়া পাওয়ার স্বাধীনতা      
জিদের মূল্য কোটি টাকা, জীবনের সব সাধ আহ্লাদ


একটা জিদের জন্য যুদ্ধ বাঁধে  
ধ্বংস হয় দেশ, মহাদেশ।
জিদের মূল্যে বিক্রিত হয় স্বাধীনতা
গলায় পড়ে ফাঁস


একটা জিদের দামে সৃষ্টি হয় ঊনসত্তর,একাত্তর
জিদের মূল্যে সৃষ্টি হয় একটি মানচিত্র
একটা জিদের দাম পোষ্যপ্রীতির দুষ্টনীতি
একটা জিদ সময়ের পঁচাত্তর।


জিদের দামে জনতার কন্ঠ দমন, রক্ত হরণ
নানা তন্ত্রের আড়ালে জনগণকে শোষণ
একটা জিদের জন্য ইতিহাসে নব্বই।


একটা জিদ একটা ইতিহাস, সময়ের কাঠগড়ায়
জিদের দামে বিক্রি হয় ভোটাধিকার
একটা জিদ দুই হাজার সাত থেকে অশ্রুর সাগর
পরিবারতন্ত্রের নামে জনতার সাথে মশকরা
একটা জিদে নষ্ট নীতি, আত্মাভিমানে-
ধ্বংস মানচিত্র, সময়ের সীমানা
জিদের দামে ধুঁকছে স্বাধীন পতাকা, রক্তের আবেগ
একটি জিদের কারণে    
ধ্বংস জাতি, একটি সার্বভৌমত্বের কবর।