দীর্ঘ হতে থাকে সময়ের কানামাছি খেলা
আমি অপেক্ষায় থাকি সুর্যাস্তের লুকোচুরির।
গোধূলি ক্লান্ত হয়ে বাতাসের আবেগে ডাকে
হঠাৎ মেঘ গর্জন হয়ে শূন্যে ভাসে
আমি অবাক তাকিয়ে রই
একমুঠো রোদ্রের ভালোবাসা পেয়ে।
গাঢ় ছায়া নামে পৃথিবীর কোলজুড়ে
আকাশের সীমানায় লালিমার মুচকি হাসি
আমি গন্ধ শুঁকে যাই নিরামিষ সুর্যাস্তের।
একফালি দীর্ঘ কালো, আরো জমাট বাঁধে
অন্তরে বেজে ওঠে ভীতিময় সুখের পরশ
হিমেল বাতাসে শুনি আঁধারের কান্না
পৃথিবীর বুকে জীবনের স্পন্দন
আমি নিঃশ্বাস টানি বিনিদ্র রাতের কাহিনী হয়ে।