কাটলো কিরা কানে ধরে,
পাংকু মেয়ের পাল্লায় পড়ে
করবে না প্রেম আর
যা ছিলো তার হাতের ময়লা
সব ঝেরেছে মেকি কয়লা
স্বার্থে জীবন সংসার।


প্রেম মানে ধরাধরি
প্রেম মানে অর্থকড়ি
স্বপ্নে আকাশ ছোঁয়া
হিমালয়ের পাদদেশে বরফ জলের ধোয়া।


চোখ গভীরে ডুব দিয়ে
তার, উঠলো অশ্রু নিয়ে
রঙ বিচিত্র মন
কথার জালে হৃদ জড়িয়ে
হুঁশ হলো যে ধরা খেয়ে
পাগল প্রেমী জন।


গোলক-ধাঁধার জীবন চড়ে
কতো অবোধ আটকা পড়ে
মন হারালো পিষ্টে
টাংকুবাজের পাল্লায় কতো
কাঁদছে নীরব অবিরত
জীবন নরম শিষ্টে।


-উদাসকবি।
০৬/১১/২০১৮ ( শহীদুল্লাহ সরকারের পোস্টের মন্তব্যে)