বুকের ভিতর জ্বলছে আগুন
            মাত্রা ছাড়াই স্পষ্ট!
হাত বাড়িয়ে বলছে হেসে
           আমি তোমার কষ্ট!!


কষ্টটাকে ভুলব বলে
          সাত সমুদ্র দিলাম পাড়ি!
কষ্ট আমায় জড়িয়ে বলে
          তোমার সাথে নেই আঁড়ি!!


কত দাওয়াই তন্ত্র-মন্ত্র
           তদবির নানা ছঁকে
তবুও সে ঝুলছে গলায়
           নির্ভাবনার ছল এঁকে!


যতই আমি পালিয়ে বেড়াই
            মেঘের সীমা ছাড়ি!
বলতে এখন হচ্ছে আমার
            কষ্টই আসল বাড়ি!!