হঠাৎ করেই সব উলট-পালট হয়, পরিবর্তনের ডাক আসে
জীবনের, সময়ের, এই সমাজের...
জীর্ণতাকে ঝেরে ফেলে নতুনকে বরণ করার
সব নতুন যেমন ভালো নয়, তেমনি সব পুরাতন মন্দ নয়
পুরাতন চাল ভাতে বাড়লেও পঁচা চাল স্বাস্থ্য সম্মত নয়।


বিপদ আগাম বার্তা দিয়ে আসে না
তবে, ঝড় কিংবা বৃষ্টির আগে আকাশে মেঘ হয়
কিন্তু সব মেঘে বৃষ্টি কিংবা ঝড় হয় না
তবুও নিতে হয় সতর্কতা, অগ্রীম পদক্ষেপ।


জীবন প্রসন্নতায়, দৈহিক অনাময়ে
কিছুটা প্রতিষেধক, কিছু প্রতিরোধক
সাধ্যমতো ধীর প্রচেষ্টা আর অধ্যাবসায়ের পালকে
বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়ে,
সময়কে উপভোগ করা শিখতে হবে।


সুদৃঢ় জীবন, সুখি সমাজ বিনির্মাণে
আমাদের পারস্পরিক সম্পর্ককে আত্মার খোরাকে
সম্মান আর ভালোবাসার বিনিময়তায়
একটি যুগান্তকারী পদক্ষেপে গড়ে উঠুক নতুন ভুবন
আর সব সময় সহনশীলতায়, পরমতসহিষ্ণুতায়
একসাথে, পাশাপাশি পার্থিব স্বর্গ গঠনে-
নিজেকে বিলিয়ে দিই পরের কল্যাণে।
এখানে সুখ, এখানে বেঁচে থাকার প্রেরণা
এখানেই জীবনের স্বার্থকতা।