আসল কাজে বাকল তুলে রঙ্গরসে বাজাই বীণ
নিমক জলে ঝিনুক খুঁজে হট্টগোলে কাটাই দিন
হাস্যরসে জীবন কাটে
শূন্যভাবের মুক্ত পাটে
সুখের নেশায় মুখের পরে তুলকালামে বাড়াই ঋণ।