রং বদলের মানুষগুলোই সময়ের শীর্ষে    
অথচ তারাই সমাজের দুর্গন্ধময় কীট।
একই সাথে সন্তানের মা ও বাপ
লাউ কদুর জাত নিয়ে নিত্য বাঁধায় কলহ।


ওরা যদি বলে, সূর্য পশ্চিম দিক থেকে ওঠে    
আপনি যদি বলেন, ঠিক। পশ্চিম থেকেই আসে
তখনই বলবে, কী আজব কথা
কখনোই শুনি নি সূর্য পশ্চিম থেকে আসে।
আর যদি বলেন, আপনার কথা ভুল
সূর্য পূর্বদিক থেকে ওঠে।
তখনই বলবে, অবশ্যই সূর্য পূর্বদিক থেকে ওঠে
কোথায় পেলেন পশ্চিম থেকে ওঠার তথ্য?


কখনো ওরা লাউকে কদু বানায়
কখনো কদুকে লাউ
লাউ কদু একই জিনিস, কখনো মানে
কখনো মানে না। নিত্য রং পাল্টায়
তর্কের খাতিরে তর্ক পেশায়
নেশার মতো আঁকড়ে ধরে নিজের উদ্ভট যুক্তি
নষ্ট হয়ে যাওয়া মগজের বোঝা নিয়ে
ওরা আজ নামধারী সমাজের সভ্যপতি ।