সারাদিন ধরে মেঘেদের ছিল বিশাল তর্জন
সুড়সুড়ি গর্জন, বাতাসের বাড়াবাড়ি স্পন্দন
কান ঝালাপালাময় চিৎকার, বিজলীর চমক
ফালতু ঠমক, উত্তেজনা আর আকাশের ধমক
তারপরও না নামলো ঢল, ঢলক
একটু চমক, শীতলতায় ঝরনার ঝলক
কমলো না শরীরের উত্তাপ, অস্থিরতায় ভাসি
মাঝখান থেকে হারালাম শুধু সোনালি সূর্যের হাসি।
বাড়লো অভিমান, ক্ষোভ, নিষ্পেষণের ত্যাগ
কৃষ্ণ জমাট থেকে হয়ে গেলো সে খন্ডিত মেঘ।