কিছুটা সময় এমন
বৃষ্টিতে দেহটা শীতল হয়ে আছে
অথচ মেঘের ছিদ্রপথে সূর্যের উঁকি
বিরক্ত মনে ব্যথাময় সুখ!


আমি তাই অনিমেষ
জলমাথা পরিবেশে রোদ মাখি গায়।
ক্লান্তিকর সময়ের পথে
নিরন্তর এক নীল মুসাফির!


বসন্তের আকাশে চলে মেঘের তান্ডব
বিকট গর্জনে কান ঝালাপালা
আমি বিরক্ত মনে বজ্রের সুর শুনি
বুকে নিয়ে গহীন অভিমান
অবিরাম যুদ্ধের ময়দানে।


আমার জটিল জীবন সমীকরণে
কিছু সুখ খুঁজি মেঘছিদ্র পথে
প্রতীক্ষা প্রহর শাস্তির অনুকূলে
প্রচেষ্টাসফল অবসরে।