দোষটা কার ছিলো?
তোমার নাকি আমার?
নাকি সবই নিয়তির খেলা!
মাঝখানে বৈষম্য সময়ের
বাকিটুকু জীবনের অবহেলা।

ঊষা থেকে দোহা
মধাহ্ন পেরিয়ে অপরাহ্ন
বেলাশেষের জীবন পাঠে-
উপলব্ধি সময়ের পথে
পেয়ে বসে অতীতমন্থন বিলাসিতা
হৃদয়ের মাঠে।

থমকে দাঁড়ানো অধ্যায়ে-
এখন, আয়নাতে-
দেখি শুধু তোমারই মুখ।
বিরহ বিষাদ স্মৃতি ঘেঁটে
খুজে পাই
কিছু কষ্টমধুর সুখ।