মুখোশ-ঢাকা রাক্ষসে আজ
বিলায় প্রচার পত্র
তাতে আছে দাবি-দাওয়ার
ফর্মুলা কয়েক ছত্র।

ভুলেই গেছে রক্ত-নিদান
বৈষম্যহীন গড়ি বিধান
এই বিপ্লব  সফল হবে
থাকবে স্বাধীন যত্র!!