জমাট বাঁধা কথার পাহাড়
কষ্ট হয়ে ঝর্ণা নামায়
কেমন ছিলে বুকের গভীর
হৃদকাব্যে ছন্দ থামায়।

তুমিই ছিলে পাঠ্যবই
যার বিরহে বন্য হই
তুমি ছাড়া আর কেউ নেই
প্রিয় বলে ডাকে আমায়!!