লড়াই করার বড়াই তাদের
গর্তে ঢুকেই হাঁকেন
পিছলে যখন পড়েন রাস্তায়
জনগণকে ডাকেন।

মুখ সর্বস্ব নেতার মান
ইজ্জত বাড়ে কাটলে কান
কইয়ের তেলেই মাছ রান্নার
সেই রেসেপি রাখেন।