যে আবেগের বিবেক নাই, বিবেকের নাই যুক্তি
এমন আবেগ বিবেক দিয়ে মিলবে কি আর মুক্তি  


আমরা অবুঝ আমরা মুর্খ আমরা ঘোড়ার ডিম
জীবন অর্থ সবই ব্যর্থ আমরা প্রতিদিন।


যে পানিতে মুত্র ফেলি সেটাই আবার করছি পান
আবেগ দিয়ে ধর্ম গড়ি, গরু মেরেই জুতা দান!
দেহজুড়েই ধর্ম ভুষণ অন্তরে নাই কোনো ছাপ
বাইরে যতো পুণ্যবিলাস ভিতরজুড়ে শুধু পাপ!
দ্বন্দ্ব সংঘাত সমাজ ঘিরে নাই ঐক্যের শক্তি।


আবেগের বিবেক নাই, বিবেকের নাই যুক্তি
এতো আবেগ বিবেক দিয়ে না মিলবে মুক্তি।।


বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো জীবন যুদ্ধের ময়দানে
নানা রকম খন্দ-পথে ফেলবে ধোঁকা শয়তানে
মাথাজুড়ে ভূতের বসত, পরিত্রাণের নাই উপায়
লক্ষ্যহীনের ভ্রষ্ট পথিক কেউ নিবে না তার দায়
না মানলে বিধান নীতি, মিছে মুখের ভক্তি
আবেগের বিবেক নাই বিবেকের নাই যুক্তি।