হে পৃথিবী
তোমাকে আমি এতো ভালোবাসি, কিন্তু
আমায় তুমি একটুও ভালোবাসো না।
তোমার বাহারি রূপের সৌন্দর্যে আমি
যতোই হারিয়ে যেতে চাই
তুমি আমাকে দেখাও শুধু তোমার-
কুৎসিত, কদাকার মুখ।
তোমার সুখে আমি পাশে থাকতে চাই
তোমার কান্নার ভার নিতে চাই
তুমি শুধু আমায় বিকৃত রূচির বিভৎসতায় ডাকো।
তোমার আলোতে যতোই উজ্জ্বল হতে চাই
তুমি তার প্রখরতায় পুড়াতে চাও
আমি তোমার বৃষ্টিতে ভিজতে চাই
তুমি মেঘবারুদে আমায় মারতে চাও।
আমি তোমায় ভালোবাসি, হে পৃথিবী-
তুমি কেন ভালোবাসো না।
তোমার আকাশ-মাটি এই প্রকৃতি ভালোবাসি,
তোমার সাগরের গর্জনে ছুটে চলি
তোমার পাহাড়ের উচ্চতা পছন্দ করি।
তোমার সজিবতা ভালোবাসি
ভালোবাসি জীব-নির্জীব তোমার স্পন্দনগুলো।
আমি যাই ভালোবেসে এইসব স্পন্দন খেলাঘর
ওরা শুধু ধোঁকা দিয়ে যায়, হে পৃথিবী।
আমি তোমায় ভালোবাসি
তুমি কেন ভালোবাসো না।