অমানুষে দেশটা আছে ভরে
পদ পদবি তাদের
হৃদয়ে জং ধরেছে আগেই
নষ্ট জীবন সাধের।

দুঃখ পুষে নিজের মনে
দোষ দেবো কি পরক্ষণে
মানুষের পেটে জন্ম নিয়েও
মনটা পেলে কাদের?

#দুর্নীতিকে না🟥