তোমার প্রতি-
আমার এই মায়া!
তোমার বারুদ চোখে দেখি
আমার সুখবিনাশী ছায়া।

তোমার জন্য বাড়ে আমার
হৃৎস্পন্দনের ধ্বনি
রোদ ঝলমলে নির্মল আকাশে
হঠাৎ মেঘনাদের আগমনী!

তোমাকে না-দেখার
অস্থিরতার বাড়ে অসুখ
আমার দর্শনে তোমার অবয়ব
হয়ে যায় নিশীথের কৃষ্ণমুখ!

তবুও তোমার অপেক্ষায়
তোমার কন্ঠ শ্রবণে
তৃষিত মনে এখনো চেয়ে আছি।