জীবন মাঠের ভিতর বাইরে
শত্রু দিয়েই ঘেরা
মনের গভীর মানব খেলায়
রোগ-জীবাণু সেরা

চলছে খেলা নিয়ম ছেড়ে
মাঠের শত্রু আসছে তেড়ে
উলট-পালট নিয়ম নীতির
ভুলের চক্রে ফেরা।