এখানে সূর্যের রশ্মিটা আসে তীর্যকভাবে
সারাক্ষণ যেখানে ভনভন করে ঘুরে বেড়ায় মাছিটা
উৎকট কিছু গন্ধের সাথে দিন-রাত্রির গল্প বলায়।
মাছি কারো রক্ত চুষে না
তবুও সে মারাত্মক,  তবুও সে অপরাধী ভয়ঙ্কর
ব্যস্ততার আবহাওয়ায় সে অশ্লীল বিরক্তিকর
নোংরা পছন্দের উদ্ভট আকর্ষণ
ক্ষত থেকে ক্ষতে, বিষ্টার সাথে সঙ্গম।
নির্লোভ বৃক্ষের অবাধ ব্যভিচারের সাক্ষী
জীবাণু আর কীট বিস্তারে, ছড়িয়ে দেয় মহামারী।
সমাজ থেকে সমাজে, মহাকালের গর্ভে।