পতিতভূমিতে পড়ে নষ্টদের ভ্রষ্টতার দাগ
তবুও বিলাতে তেজ লাগে না সূর্যের রাগ
বিশালতার মুখে হাসি
বারবার ধরনীতে ভাসি  
একই বৃত্তে বাঁধে সবায় করে না কভু ভাগ।