প্রাচীন কৌশল, সেকেলে পদ্ধতি
কিন্তু অব্যর্থ, চিরায়ত
প্রথমে দুজনের মাঝে ঝগড়া বাঁধাও
ঘি ঢালো আগুনে।

তারপর তুমি মোড়ল
সালিশ বৈঠকে শান্তির বার্তা শোনাও
তুমি পাক্কা খেলোয়াড় কিন্তু অর্বাচীন
জনগণ সব বুঝে, কিন্তু তারা-
বোকা সেজে ধোঁকা খেতে ভালোবাসে
তাই তোমাকেই শান্তির বাহক ভাবে।

তুমি মূর্খ, শিশুময় ধূর্ত
তবে তোমার পদক সুনিশ্চিত
শান্তির জন্য
অশান্তির শকুন হয়েও।