কাজের চাঁপে কাজ পড়ে রয়, থাকি সদা অবসরে
বিবেক পঁচার গন্ধ ছড়ায় মগজধোলার শবঘরে।
চিন্তাহীনের চিন্তা ভীষণ
অন্ধজনে বিলায় কিরণ
রুগ্ন জীবন এক পৃথিবীর কষ্ট লুকাই অন্তরে।