ভোর থেকে সন্ধ্যা, কখনো গভীর রাত
নিরন্তর ছুটোছুটি।
বিরামহীন অনুযোগের সাথে মান অভিমান
ক্লান্ত মনের হতাশায়
হঠা‌ৎ থমকে দাঁড়ানো
আবারো পথচলা, চলতে থাকা অবিরাম
জীবনের নানা বাঁকে
সুযোগের ফাঁক গলে
পথ পিছলে আবারো চলা দূর্গম গিরি ধরে
সময়ের সাথে পাল্লা দিয়ে
কষ্ট সহিষ্ণু স্রোত ধরে
অনন্ত পথে বিশ্রামহীন, কালের পথে
ছুটতে থাকা অদ্ভুত মায়াবী ঘোরে
মহাকাল ছেড়ে মহাশূন্য ছাড়িয়ে
আরো গভীরে, আরো দুরে
জীবনের এই ছুটোছুটি।