রেওয়াজের আওয়াজে তপ্ত সময়, ঠিক কিনা বলুন
বুঝে না বুঝে তবুও ঠিক বলে জোরে আওয়াজ তুলুন।
রঙ বেরঙের মঞ্চের আসনে ফতুয়া দিয়ে সম্বোধন
নানা পদ-পদবীর অতিথি এসে করে রঙ্গ উদ্বোধন
তুই কাফের তুই বাটপার বিধর্মী রাজের দালাল
বক্তার স্বাধীনতায় ক্লান্ত শ্রোতা পরচর্চা আজ হালাল
সত্যের সন্ধানী মন আপনার যাচাই বাছাই করুন।
বুঝে না-বুঝে কভু তাই জোয়ারে আওয়াজ নাই তুলুন।।
          
ভাব গাম্ভীর্য মাহফিল আজ বিচিত্র বিনোদন আসর
বক্তার ভাঁড়ামোতে মুগ্ধ শয়তান করে প্রাপ্তির হাশর
কখনো কৌতুকে কভু রসিকতা মাঠজুড়ে হাসির ঢেউ
আষাঢ়ে গল্পে মাঘের শীতে অশ্রু বিসর্জন করছে কেউ
পাপ-পুণ্য আজ ধরাধরি করে হৃদয়ের  চক্ষু খুলুন
না বুঝে কখনো আর জোয়ারের আওয়াজ নাই তুলুন।