যখন বলা হয় -
তোমার যে মাথায় চুল নেই
কিংবা মুখের একটা ভেঙে গেছে
অথবা যখন বলে-
তোমার মুখে এই যে দাগ
তার জন্য কষ্ট লাগে না?

আমি তখন দীর্ঘশ্বাস ফেলে বলি-
এর চেয়ে গভীর কষ্টে মন,
বিষাদে হৃদয়।
সামান্য মুখের দাগ কিংবা
চুল হারানোর কষ্ট মনেই আসে না

সৃষ্টিকর্তা একটা কষ্ট মুছতে
আরেকটা কষ্ট তৈরি করে রাখেন।