আয়নার ভিতরের আমি
অবিকল আমি,
আমি যা দেখতে পাই না সে তাও দেখে
যা লুকোতে চাই তা সে প্রকাশ করে
তার প্রাণ, চঞ্চলতা আমার শক্তিতে
আমি যা করি সে তা করে
আমি যা খাই সে খায়!
তবুও বুঝতে পারি না তার মনের খবর
অবশ্যই এই বাইরের আমিটাও বড্ড অচেনা
মনের ভিতর আরেক মনের বাস
তার খবর কি জানি?
তবে আমার চোখকে বুঝতে না পারলেও
তার চোখকে বুঝতে পারি
দীঘল মায়ার সাগর মাঝে
মখমলের এক বাড়ি।