যখনই একা থাকি
কাগজ কলম নিয়ে বসি
চোখ মেলে তাই
জীবনের সহজ অংক কষি।


দিগন্তে তাকিয়ে থাকি
নতুন গল্পের স্বপ্ন বুনি
শব্দেরা নিষ্ঠুর চমকে
আমাকেই বানায় গল্পের খুনি


বর্ণগুলো কাছে আসে না
শব্দের কোলাহলে স্বপ্ন খসি!


বদ্ধঘরে থাকি নির্ঘুম
জেগে দেখি স্বপ্নের লড়াই
চাঁদের দ্বন্দ্বে অমবস্যা
আঁধারের গহীনে করে বড়াই


কলমের শত্রুতায় কাগজ
আমারই গলায় ঝুলায় রশি!