জীবন বেচাকেনায় রোজ বসে হাট
কেউ হয় বিক্রি চেনা পথ-ঘাট
অজানা শুধু জীবনের দাম
ক্রেতা মহাজন খুশিতে জীবন নির্ঝঞ্জাট


জীবন বাঁচাতে কেউ ঝরায় ঘাম
স্বপ্নিল ঠিকানায় কেউ ফেলে খাম
উল্লসিত হয় জীবনের পাট
কারো কাছে স্বপ্নটা কষ্টের নাম।


অষ্টকী: ৫/৫/৪/৫: রোম ০১ নভেম্বর ২০১৮