চড়েছি সবাই সময়ের পাগলায় ঘোড়ায়
লাগামছাড়া গন্তব্য অচেনায়
কখনো সে লাফিয়ে ওঠে
কখনো বা হোঁচট খেয়ে করে সে হ্রেষণ!


পিঠ থেকে পড়ার উপক্রমে
সবাই তখন অক্ষমতার ঢেঁকুর তুলি
তাকে কখনো মনে হয় তেজী জননাশ্ব
কখনো মনে হয় উর্বরা গণিকা
স্পৃহার গর্ভবতী।


তাকে দিয়ে চলে না
আবার
ফেলে দেয়া যায় না
পড়ে যাওয়ার সম্ভাবনাতেও পড়ি না
ছেড়েও যায় না, কাছেও টানে না
পিঠে ঝুলিয়ে চলছেই অবিরাম
ঝাঁকুনি আর চাবুকের আঘাতে
অসহ্যটাকে সহ্য করেই....