অসমাপ্ত চোখের জলের বিনিময়ে
তোমার হাসিমুখটা দেখতে চাই
আমার আজীবন অশ্রুপাতে
শুধু দেখতে পেলেই আমি খুশি
সেই মুখটি, এখনো অপেক্ষায়।
দিনশেষে যখন রাত নেমে আসে
নিঃসঙ্গ আকাশ আমার সাথে
আমি আকাশ তাকিয়ে
অন্ধকারে তোমাকে দেখতে চাই
আমার অসমাপ্ত অশ্রু ঝরার দিনে
তোমার মুখটি দেখতে চাই।
নিঃশব্দ রাতে হঠাৎ বজ্রধ্বনি
মনে হয় যেন তোমার আগমনী
আমি বাদলসিক্ত মনে
সময়ের বদলি চাই, অপেক্ষায়-
স্বপ্ন দেখা বন্ধ রেখেছি
তোমাকে দেখবো বলে।
আমার সমস্ত কষ্টের বিনিময়ে
শুধু তোমাকে একবার দেখতে চাই ।
তোমার মুখটি দেখতে চাই।