নরকের বজ্র-চিৎকারে
ভাদ্রের ভদ্রতা যায় পালিয়ে
জাহান্নামের তপ্ত নিঃশ্বাসের ভারে
সাত আসমান ফেটে ছড়িয়ে পড়ে
জমিনের কোষে কোষে
পাপীদের লু হাওয়া!


দোযখের পেটে হাবিয়ার কীট
কীটের ভিতরে ডিম
ডিম ফেটে বের হয় ভাদ্রের তাপদাহ।
চেটে খায় আমাদের শরীরের শীতলতা
শরতের লকলকে জিভে।


উপরে পানি নিচে পানি
শান্ত নদীর অশান্ত প্রবাহ, তবুও নেই
মনের প্রশান্তি। মেঘের আড়ালে-
ভাদ্রের জ্বলন্ত আকাশ।


সুন্দর সূর্যোদয়েই দিনের শুরু
শীতলের অপেক্ষায় কত শত মুখ
ভাদ্রের সকালে মোলায়েম পরশ
ফিকে হয়ে যায় তারপর
উষ্ণাণ্ডের প্রখরতায় আসমান ফুঁড়ে।
কখনো মেঘ করুণার জলে
ভাসিয়ে দেয় মাটি, একটু প্রশান্তি।