যতোই আমি কাছে থাকি
কিন্তু আমায় দিচ্ছো ফাঁকি
মনফাগুনে ঝরিয়ে ফুল।

হঠাৎ করে রাঙিয়ে মন
লুকিয়ে থাকো সর্বক্ষণ
ভুলতে গিয়ে করি যে ভুল!!

মাটি থেকেই শূন্যে আসি
হৃদ আকাশে মেঘে ভাসি
থমকে গিয়ে চমকে উঠি।

এই প্লাবনে যাবে ভেসে
ক্ষেপের বোঝা রাত্রি শেষে
মান অভিমান ধরে মুঠি!!