তপ্তমাথায় ভাব আসে না
সূর্যদহন মন।
মগজ যেন ফুটছে আহা
জ্বলে সারাক্ষণ!!

এই গরমে ত্যক্ত জীবন
পুড়ছে তনু হর ভীষণ।
সিদ্ধ সময় হলো আমার
মরু আবাসন !!


ভাব কুড়াতে ডুবতে যাই
লেখার রসদ যদি পাই।
পুকুর জলে মনের ভুলে
কাব্য হুতাশন!!