সূর্যের গায়ে কালো ছায়া, মেঘপ্রসারিত হাত
তবুও সে উত্তপ্ত, উত্তেজিত
ভীষণ তাপদাহে পুড়িয়ে দিতে চায়
এই মাটি, মাটির উপর প্রাণের উত্সরণ
ভষ্মিত পাহাড়ের গা বেয়ে নেমে আসা
ঝর্ণার শীতলতায় উষ্ণতা ভুলে পৃথিবী।
আমি পুড়ছি ঘাড় ব্যাথায়, মস্তিষ্কের পোড়া ক্ষতে
উত্তপ্ত বুকের গভীরে হৃদয়ের ভষ্ম
তবুও চোখ বেয়ে নেমে আসে
শীতল এক জলের ধারা।