ডানাহীন সময়ের ঘোর আক্ষেপে
বিবর্তনবাদ আজ চরিত্রদোষে
উন্নয়ণ আর সুশাসনের বলৎকারে।
এখন প্রচন্ড ব্যথা পেলেও
উহ্ করার অধিকার কিংবা
স্বাধীনতাটুকুও নেই।
কষ্টগুলো শব্দহীন ভক্ষণক্রিয়ায়
তলপেটজুড়ে বদহজমের গোঙানী
উদরনৃত্য নিত্য পরিক্রমায়।


আফসোসময় জীবনের শেষ প্রান্তে
আরেকটু আফসোসের স্বপ্ন দেখি
কিন্তু আকাশ ছেয়ে
দুরন্ত বাতাসে উড়ে
প্রজাপতি শকুনের দল।
খোলস পাল্টে,
মেরুদণ্ড সোজা করে কখনো দাঁড়ানো হয়ে ওঠে না।