°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
একটি প্রশান্তিময় ঘুমের অপেক্ষায়
কেটে যায় বিনিদ্র রজনী শত সহস্র।
কতদিন একটা ভালো ঘুম হয় না!
হারিয়ে যেতে পারি না ঘুমের গভীর অতলে-
অন্ধকারময় গাঢ় স্নিগ্ধ ঘুমের গহ্বরে।


চোখ জুড়ে নেমে আসে না বাঁধনহারা ঘুম
তন্দ্রাঘোরে দেখি না রাতের প্রহর।
অথচ আমি এখন দিন কাটাই -
ঘুমকাতুরে দু'চোখ ভরা ব্যথায়!
দুঃস্বপ্নমুক্ত একটা নির্মল ঘুমের অপেক্ষায়
কেটে যায় দিন গভীর চিন্তায় সময়ের বাঁকে।


আমি চাই নিকষ ঘুমের অন্ধকারে হারিয়ে যেতে
বেঘোরে, রাতের গহীন গহ্বরে
যেখানে আমার বন্ধুর মতো
চোরের হাতে হয়ে যাবো দিগম্বরী সর্বহারা।
বিছানার সব চলে যাবে, তখনো থাকবো ঘুমের ঘোরে
এই জাতির মতো-
ঘরের আসবাব নাই হয়ে যাবে, অথচ আমি
পড়ে থাকবো মেঝেতে বেহুঁশের মতো...
আমার বাইরের পৃথিবী হবে বেদখল
আমি থাকবো প্রশান্তিময় ঘুমরাজ্যের সিংহাসনে।


কিন্তু, আমার এমনই ঘুম
টিকটিকির শব্দে ঘুমের ঘোরে চেঁচিয়ে বলি, কে?
কে ডাকে আমায় মোলায়েম স্বরে?
মাছির ভনভন স্বরে আমি সঙ্গীত খুঁজে পাই।
আমার এমনই পাতলা ঘুম-
আশেপাশে যা কিছু ঘটে সব বুঝতে পারি
কে কী বলে সব শুনতে পারি
ঘুমের ঘোরে আলাপ করি নিখুঁত বিন্যাসে!


আমার এমনই হালকা ঘুম
পর্বে পর্বে ভাগ করা, একরাতে শত ঘুম
ঘুমের ঘোরে কথা বলি
কখনো পথ চলি
ঘুমের সাথে কাজ করি
ঘুম দিয়ে স্বপ্ন দেখি


এই ঘুমে শান্তি আসে না, শুধু প্রচন্ড মাথা ব্যথা
স্নিগ্ধ কোমল পরশ লাগে না
শরীর জুড়ে বাড়ে ক্লান্তির ঘোর
এই ঘুমে আয়েশ নেই, শুধুই যন্ত্রণা আসে
বুকে বাড়ে ধুকধুকানি।


একটি নির্মল ঘুমের অপেক্ষায় জাতি
তবুও কাটায় বেঘোরে
দিনরাত্রির এই বেলায়। অবহেলায়
একটি স্নিগ্ধমায়া কোমল ঘুমের গভীরে
প্রশান্তির খোঁজে এখনো ব্যথায় অচেতন জাতি।
একটি সত্য ঘুমের সন্ধানে-
এখনো জেগে স্বপ্ন দেখে জাতি।


©উদাসকবি
৩০-০৮-২০২১ ♦️কাপাসিয়া
০২ঃ২০