পোড়া ক্ষত থেকে আসে মৃত্যুর গন্ধ
দগ্ধ মানবিকতায় জীবন রাশি রাশি
মন আর বিবেকে লাগে সদা দ্বন্দ্ব
নগরায়নে শুনি হাবিয়া দোযখের হাসি।


উল্লাসে নাচে উদ্ভট নীতি আবেগের বেগ
ভ্রান্তিতে কারোর সুযোগ নেয়া
কেউ পায় স্বার্থের বাহানায় জীবনের ত্যাগ
আফসোসে কাটে সময়ের খেয়া।


আহ্লাদে কাটে আয়েসী মনের ঘড়ির কাঁটা
নাগরিক হারায় সম্ভ্রম অনিমেষ
ক্ষুব্ধ কিছু কঙ্কাল, মিছিলে তুলছে ঝাঁটা
মেরুদণ্ডহীন জাতির কপোল সবিশেষ।