পবিত্র শব্দেরা হাসে
অচেনা সময়ের বাঁকে,
ভরাট জমি উর্বরতায়
নারীর স্নিগ্ধ কোমল ডাকে।


মেঘের স্পর্শ অনিমেষ
ছায়াময় ঘোর অন্ধকার;
হালকা বাতাসে গভীর শ্বাস
সাহস আর ভয়ে একসাথে হারাবার।


সুরে খেলি, সুরে হাসি, সুর দিয়ে
কান্নার যত অভিনয়...
বিশ্বের সব পারাবার, হারাবার
যেখানে তার পরিচয়।


শব্দে বলি, সুর বেসুরে, সীমাহীন
একটি সুবাস স্বপ্নের আগমন।
আত্মা বহন সম্পর্কের বিন্দুতে-
শব্দের চেয়ে বেশি বিস্ফোরণ।


০৩-১০-১৮:  রোম
আহমাদ সাজিদ (উদাসকবি)