সকালটা আমার কথা বলে
আজ সময়টা আমার।
পূর্ণতা গুলো ছুঁয়ে যায়
তোমার মায়াময় হাত ধরে,
এক কথায় বলি
ভালবাসি তোমায় ঐশ্বর্য....