আজ পনেরো বছর পর মনে হলো,কথাটি সত্য ছিল না।
অথচ সেদিন মৃত্যুপথযাত্রী মুমূর্ষের মত নির্ভেজাল মনে বলেছিলাম,
‘তোমাকে ছাড়া বাঁচব না”।
তবু আমি বেঁচে আছি।তুমি বেঁচে আছো।
এভাবে অনন্তকাল বেঁচে থাকতে পারব।


আত্মহত্যা করা কত সহজ ছিল তোমার বিরহে।
এখন আর সাহস সঞ্চয় করতে পারিনা।
সত্যই যদি সেদিন হত্যা করতাম নিজেকে,
পনেরো বছর পর জানতামই না, সিদ্ধান্তটা ভুল ছিল।


তুমি দিপুর সাথে হেসে কথা বলতে না
আমি রাগ করব বলে।
এখন হয়ত সবকয়টি বোতামও যত্নে আঁটো না
একটু পরে খুলতে হবে ভেবে।
তবু আমি বেঁচে আছি।তুমি বেঁচে আছো।
এভাবে অনন্তকাল বেঁচে থাকতে পারব।