ওগো প্রেয়সী!  আমার কোন এমন  ভুলে তুমি আজ এতো অচেনা হলে,
হলে এতো পর!
তোমাকে তো আমি জীবনের প্রতিটি মুহূর্তে স্হান  দিয়েছিলাম, দিয়েছিলাম অতি  প্রাধান্য!
তবে কি সেটাই আমার ভুল ছিল?
নাকি ভুল ছিল তোমাকে ভীষণ ভালোবাসা?
জানি তুমি কোন উত্তর দিতে পারবে না!
তবে জেনে রেখো -
আমার আমি এখনো তোমার তুমির মাঝে হারিয়ে আছে,  যেমন আছে শ্রাবণ বৃষ্টির মাঝে!  
আর তাই -
যদি কখনো তোমার মনে বৃষ্টি আসে
চলে এসো আমার কাছে
আমি আগলে রাখবো তোমায় ঠিক আগের মতো
ভালোবাসা আর আস্হার পরশে।  
যদি কখনো তোমার হারিয়ে  যেতে ইচ্ছে হয় তবে
তুমি একবার আমার হৃদয়ে ঘুরতে  এসো
দেখবে হারিয়ে যাচ্ছে তোমার তুমি এই আমার ভালোবাসায়।
আর এই আমি সেই অপেক্ষায় রইলাম,
শুধুই তোমার আগমনের!
যত অভিমান আছে সব ভুলে ফিরে এসো আমার এ ভালোবাসার ভুবনে।