করোনা প্রথমে আমার মাথার ছায়া কেড়ে নিল
তারপর?
তারপর আমার নব্যবিবাহিতা এক বান্ধবীকে
যার ভীষণ ইচ্ছে ছিল তার স্বামীকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যাবে!
কিন্তু তাতেও কি করোনা থেমেছে?
মুটেই না!
বরং একে একে সবকিছু কেড়ে নেবার জন্যে সে হন্যি হয়ে ওঠেছে
চিতার আগুন দেখেও ক্ষান্ত হয় নি!
আমাকে বাবা বলে ডাকতে গাঁয়ের এক বিধবা
শুনলাম সেও নাকি হাসপাতালে আসন না পেয়ে গতকাল এই নাট্যশালা থেকে চিরবিদায় নিয়েছে
আজ বিকেল তিনটে হবে আমি গল্পের বই নিয়ে যখন শুয়ে পড়লাম
তখনো নাকি আমার এক অতিপরিচিত বন্ধু করোনার কাছে হার মেনে নিয়ে চলে গেছে বহুদূরে
আমি বিশ্বাস করতে পারিনি!
তবুও তো করোনা  ক্ষান্ত হয় নি!
ক্ষান্ত হয়নি মানুষ ভক্ষন করার তীব্র ইচ্ছা!
করোনা কি তবে আজ এই নির্মল নিষ্পাপ পৃথিবীর কাছে এক অভিশাপ?
নাকি আমাদের পাপের ফসল?
নাকি ইচ্ছে করে কারো প্রাণ নেয়া যে কত ভয়াবহ তা বুঝাতে চেয়েছে ?
আমি জানি না!
তবে চাই ক্ষান্ত হোক করোনা
বন্ধ হোক স্বজন হারানোে আর্তনাদ।